মধুর বীনা বেজে উঠে, হৃদয় বীনার মাঝে,
আমার মায়ের মধুর হাসি, ভাসে চোখের মাঝে  ।
মধুর মধুর ঘুঙুর বাজে, পায়ের তালে তালে,
মধুর মধুর বোল তোলেরে , মৃদঙ্গে আর ঢোলে ।
মধুর মধুর চাওনি খোকার, মিষ্টি মধুর হাসি,
যমুনা পুলিনে শ্যাম বাজায়  মধুর বাঁশী ।
মধুর মধুর বংশী ধ্বনি শোনা যায়, ঐ কদম্ব তলায়,
রাধা বিনোদিনী চলে গাগরী ভরনে যমুনায় ।
মধুর বঠে, শুনতেলাগে 'গীতগোবিন্দম্',
জয়দেবের ছন্দ গাহে ' দেহি পদ পল্লব মুদারম্' ।
মধুর কৃষ্ণের বানী গীতা মাহাত্মম্,
বাল্মিকী রচেন সুখে, মধুর রামায়নম্ ।
মধুর কথা শুনতে ভাল,বলতে আরও ভালো,
মধুর লাগে জ্যোৎস্না রাতে, মধুর চাঁদের আলো ।
মায়ের মুখের মধুর কথা, বড়ই মধুর লাগে,
বাবার হাতের স্নেহের ছোঁয়ায়, মধুর স্মৃতি জাগে ।
মধুর লাগে মায়ের মুখে ঘুম পাড়ানি গান,
মধুর লাগে, মিষ্টি মধুর তানপুরার ঐ তান ।
মধুর কথা, মধু মাখা, মধুর ভালোবাসা,
মধুর লাগে মধুর মিলন, মধুর প্রত্যাশা ।
মধুর লাগে, বিরহ বিধূর, মধুর মিলন আশা,
মধুর  লাগে, চির শাশ্বত, মধুর সৃষ্টির নেশা ।
মধুর লাগে বাংলার মাটি, বাংলা মায়ের গান,
মধুর লাগে বাংলার ক্ষেত ,সোনালী রংঙের ধান ।
মধুর লাগে মেঠো গন্ধ, মিষ্টি মধুর জল,
মধুর লাগে মিষ্টি হাওয়া, মধুর ফুল,ফল ।
মধুর লাগে ছন্দে গাওয়া, বাংলার বাউল গান,
মধুর লাগে  বৃষ্টি ভেজা, ছোটদের আনচান ।
মধুর লাগে বাংলা মায়ের শষ্য শ্যামল দেশ,
মিষ্টি মধুর মায়ের কথা হয় নাকো আর শেষ ।
মধুর লাগে শিশুর খেলা, ফোকলা মুখের হাসি ,
মধুর লাগে, রাখাল ছেলের মেঠো সুরেরঐ বাঁশী ।
মধুর লাগে বাংলা মায়ের, মাটির মেঠো গন্ধ,
ঐশোনা যায়, বাংলা মায়ের ঝুমুর সুরের ছন্দ ।
মিষ্টি, মধুর কথা মায়ের, দেয় ভরিয়ে মন,
মায়ের চরণ জডিয়ে বুকে, ধন্য মোর জীবন ।।
   --------------*--------------