লক্ষহীরা লক্ষহীরা লক্ষহীরা নাম ,
লক্ষহীরা কিনতে গেলে লক্ষটাকা দাম ।

লক্ষ মানুষ লক্ষ্য করে লক্ষ্য শুধু এক ,
লক্ষহীরা কিনতে হলে লক্ষ্য করে দেখ ।

লক্ষ্য করে দেখ তুমি হাজার লোকের মাঝে ,
পড়লে কথা সবার মাঝে যার কথা তারবাজে ।

শ্রীকৃষ্ণের লক্ষ্য ছিল কংসকে বধ করে ,
তাই কারাগারে প্রহরীরা ঢুলেঘুমের ঘোরে ।

কংসেরও লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণ নিধন ,
তাই দৈবকী বসুদেবকে বন্দী করে অকারণ ।

লক্ষ্যে তুমি পৌঁছাবে যদি লক্ষ্য কর স্থির ,
লক্ষ্যভ্রষ্ট হতে হবে যদি মন কর অস্থির ।

তাই চলো যাই মোরা লক্ষ্যহীরার দেশে ,
লক্ষ্যে মোরা সেইখানেতে মিলব অবশেষে ।

        ***************
দুপুর - ১ : ১০ মিনিট ।
১৮ / ১০ /২০২০  রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।