মেঘলা দিনে একলা ঘরে হয়ে আনমন ,
কি করি কি করি তাই  চিন্তায় মগন  ।
দিনমান হয় আঁধার যেন তামিরা রজনী ,
না আলোকে রবি শশী অস্তাচলে দিনমণি ।
চারিদিকে আঁধার ঘিরে নিস্তব্ধ নিসিম নিঝুম ,
নিশা রানী আগত যেন নয়নে ঘিরে ঘুম ।
দিবারাত্র কুয়াশাচ্ছন্ন হয়ে আসে অন্ধকারাচ্ছন্ন ,
বাইরে জনমানব শূন্য গৃহেবন্দী রই হতাশাচ্ছন্ন ।


          ****************
বিকাল - ৪ :৫৫ মিনিট !
২৩ /০১ /২২ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !