কবিগুরু রবীন্দ্রনাথ তোমায় জানাই প্রণাম ,
জোড়াশাঁকোর পুন্যভূমি তোমার জন্মস্থান !
সারদা দেবী মাতা তোমার ,পিতা দেবেন্দ্রনাথ ,
জন্মিলে তুমি তাদের কোলে ওগো প্রিয়নাথ !
৭ ই মে ২৫ শে বৈশাখ তোমার জন্মদিনে ,
গানে গানে ,তোমার গানে ,ভরলো , জগৎজনে !
এ যেন গঙ্গাজলে গঙ্গাপূজা , তোমারলই তরে ,
তোমার সৃষ্টি নৃত্যে ,গানে ভরল ভূবন নূতন করে !
হে কবি ,হে নাথ ,তুমি আছ সবার অন্তরে ,বাহিরে ,
ভরল গানে জগৎজনে ,গানের মুক্তধারে !
গীতবীতান রচে ছিলে ,গীত ও বিতানে ,
ছন্দে ,গানে ,রূপে ,রসে ,মাতালো ভূবনে !
তুমি সবার , তুমি আমার ,তুমি জগৎময় ,
গীতবীতান ,গীতান্জলী, ভূবন করল জয় !
প্রণাম জানাই তোমায় কবি , কবিতায় ও গানে ,
জেগে  আছ হে কবি তুমি ,সবার মনে মনে !
তোমার সুরে ,তোমার গানে ,প্রণাম জানাই কবি ,
গানের রবি ,সুরের রবি ,তুমি সবার রবি !
সারদা দেবী মাতা তোমার ,পিতা দেবেন্দ্রনাথ ,
শতকোটী প্রণাম জানাই হে কবি রবীন্দ্রনাথ !


                  *******
বিকেল < ৪:৪৬ মিঃ > , কলকাতা
০৯.০৫.২০১৭ ,বৃহস্পতিবার !