সৌর জগৎ ভেসে ভেসে
  কোথায় মিলবে শেষে ।
কোথা হ'তে এলো পৃথিবী
  কেমনে সৃষ্টি হলো জীব ,
   কেমনে বা এলো প্রাণী ,
   কেমনে হলো  উদ্ভিদ  ।
কেমনে হলো বৃক্ষ লতা ,
কি করে হলো গাছের পাতা ।
  কি করে বায়ু বয় ,
কি করে সূত্র বের হয়  ।


কোথা হতে এলো পশুপাখী ,
কোথা পেলো হরিণ সুন্দর আঁখি ।
কোথা পেল কোকিল গানের কন্ঠ ,
   সদাই  মনে জাগে দ্বন্দ্ব ।
   কোথায় আছে স্বর্গপুরী ,
  তা' কেন না জানতে পারি ?
কোথায় আছেন দেব দেবতা ,
  দেখতে মনে ইচ্ছা হয় তা'  !
   কেমন হয় সেই ইন্দ্রপুরী ,
   দেখতে  বড়ই ইচ্ছা করি ।
    কেমন করে নীলাকাশে  ,
     সূর্য চন্দ্র তারা হাসে ।
কেমন করে  মেঘ পরীরা ,
  আকাশ তলে ভাসে ।
কেমন করে সাগর বুকে ,
তুফান ঢেউ আছাড় মারে ,
কেমন করে ঝমঝমিয়ে ,
মাটির বুকে বৃষ্টি ঝরে ।


কোথায় আছে স্বর্গ নরক ,
ইচ্ছা জাগে করিগে পরখ ।
পাতাল পুরে কোথায় গিয়ে ,
বলি রাজা  সুস্থে থাকে ।


*************
বিকাল - ৪ : ১৫  মিনিট ।
১৩  /০৮ / ২৩ রবিবার ।
ইঞ্চনাও  = সুইজারল্যান্ড ।( ইউরোপ )