আমার ব্যালকনী  'পরে হরেক রকম গাছ ,
ধন্বন্তরী ,নয়নতারা ,কাঞ্চন ,কলকে ,যুঁই ,জবা আর গোলাপ !
আছেন তুলসী দেবী ,পান দোপাটী ,পঞ্চমুখী জবা ,গাঁদা ,
কুন্দ ,চন্দ্রমল্লিকা ,টুনী টগর ,থোপাটগর ,রজনী গন্ধা !
আর আছে গন্ধরাজ ,বাঁকীটগর ,চায়না টগর ,আনারস ,
কত ,শত গাছ ,লতা ,পাতা ,ফল ,ফুল ,বহিছে  বাতাস !                    
কাঞ্চন ,জবাতে করে ,কতো কোলাকুলি ,
আনন্দে উৎসবে ,যেন ফাগে খেলে হলি !
লাল ,হলুদ ,গোলাপী রঙের কতনা গোলাপ ,
দিবা রাত্রি তারা সবে করিছে সংলাপ  !
লাল গোলাপ বলে ,হলুদ গোলাপেরে " তুইকত সুন্দরী ,
সুন্দর বাহার তোর ,তাই মন করেছিস চুরি ! "
জবা বলে" বড় ভাগ্যবতী আমি হই ,
তাইতো পূজার প্রাক্কালে মায়র পায়ে রই ! "
তুলসী পত্র বলে " আমার স্বার্থক জনম ,
তাইতো পেয়েছি আমি শ্রী কৃষ্ণের চরণ !"
রজনীগন্ধা ,গন্ধরাজে- সততই বাক্যালাপ ,
সৌরভ ছড়িয়ে দেয় , তাই করে বিলাপ !
গাঁদাফুল বলে " আমি ফুটেছি কাননে ,
সকল দেব দেবীর পূজায় ,আমি ঠাঁই পাই চরণে !"
কুন্দ ,কলকে বলে "মোদের সর্বদাই আনন্দ ,
দেবতাদের  শ্রীচরণে মোরা অঞ্জলী সতত !"
পানপাতা বলে  " আমি কত ভাগ্যবান ,
পূজার ঘটোপরি আমার সর্বদাই স্থান !"
বেলফুল বলে "আমি সবার সহচরী ,"
আনারস বলে " আমি প্রসাদ মধ্যপোরি "!


               ***********


দূপুর -১২:১৩ মিঃ ,কলকাতা
২৩ /১১ /২০১১ ,বুধবার !