কাজলা দীঘির কাল জল, থৈ-থৈ-থৈ,
    পদ্ম, দলুক দোঁহা সনে সই-সই-সই।
পদ্ম পাতার জল টল, মল, টল,
    দীঘির জলে, ঘ্যাঙর ঘ্যাঙ, ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে ভেকেরদল,    
কৃষ্ণ কাল, কৃষ্ণ কাল, মেঘের গায়ে, গায়ে,
    শ্বেত বলাকা উড়ে যায়, সারি দিয়ে দিয়ে।
পদ্ম দীঘির, পদ্ম দীঘির জলের ধারে, ধারে,
    হংস মিথুন দ্যাখ, সলিল উপরে।
কাজলা দীঘির, কাজলা দীঘির, কাজল কাল জলে,
    ছেলের দলে সাঁতার কাটে, সাঁতার কাটে, জল ছিটিয়ে খেলে।
পদ্ম শালুক, পদ্ম শালুক, পাতার তলে তলে,
    ভূজঙ্গেরা খেলে বেড়ায়, ভেক ধরার কালে।
কাজলা দীঘির কাজল কালো জলে, পদ্ম, শালুক ফোটে,
    সারস আর মাছরাঙা বৌ, মাছ ধরে দুই ঠোঁটৈ।
দীঘির জলে, দীঘির জলে, ছেলের দলে, দিচ্ছে জলে ডুব,
    পানকৌটী ডুবছে জলে, কুব্-কুবা-কুব্-কুব্।
ছেলের দলে সাঁতার দিয়ে, জল ছিটিয়ে জলে,
    যাচ্ছে তারা সাঁতারিয়ে, তুলিতে শতদলে।
-----------*****-----------
  ০২.০৬.২০১৬ বৃহস্পতি
  বিকাল ৪:১৫ মি: ডেবরা