জীবনের দুইপ্রান্তে দুজনা দাঁড়ায়ে,
দেখা যাক এখেলায় কে জেতে,কে হারে।
এপারে দাঁড়ায়ে জন্ম, ওপারেতে মৃত্যু,
দুইজনে, দুই জনার. কে কার শত্রু ?
জন্মের সাথে সাথে মৃত্যু পাশে রয়,
জন্ম-মৃত্যু, পাশা-পাশি, মিথ্যে কথা নয়।
যখন জন্ম হয়, সৃষ্টির  প্রাক্কালে,
সৃষ্টির রক্ষার্থে মৃত্যু দূরে যায়  চলে।
দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ,
চিকিৎসায় বিজ্ঞান আজ হয়েছে উন্মুখ।
তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞানের পাশে,
প্রকৃতির লীলা খেলা, মুখ টিপে হাসে।
জন্ম কহে, মৃত্যুরে, তোমারই হ'ল জয়,
তুমি না থাকিলে পাশে, নিত্য নবজন্ম নাহি হয়।
সৃষ্টির আড়ালে ধ্বংস, হাসে মুখ টিপে,
জন্ম,মৃত্যু, পাশা-পাশি, কে হারে, কে জেতে?
    ************
২২.০৯.২০১১ বৃহস্পতি বার, বসন্তপুর