ভুলিয়া থাকিতে চাই -
ভুলিতে পারিনা তাই ,
দুয়ার খুলিয়া রয়েছি বসিয়া -
যেন রয়েছি বন্ধ ঘরেই ।


মনে পড়ে যায় -
হারানো দিন সেই ,
গিয়াছে  চলিয়া -
আর ফিরিবে নাই ।


জীবন জুড়িয়া ছিল আনন্দ -
কত সুখ ছিল জীবনের ছন্দ ,
চলে গেছে হায় চিরতরে হায় -
আসিবেনা ফিরে বসে ভাবি তাই ।


ঝড়ের বিকাল বেলায় -
জুটে সবে আমতলায় ,
ছুটাছুটি আম কুড়িয়ে -
যে যার কোঁচড় ভরাই ।


হারিয়ে যাওয়া দিনগুলি হায় -
মনে বড় দাগা দিয়ে যায় ,
আসিবেনা ফিরে যা গেছে হারায় -
ভাসি মনে তাই স্মৃতি আঙ্গিনায় ।


স্মৃতি পটে আজ আমি তাই -
ছোট বড় স্মৃতিদিয়ে মালা গাঁথি তাই ,
অতীতের সব যত স্মৃতি গুলিই  -
স্মৃতি পটে আছে মনে ভাসে তাই ।


     ××××××××××××××××××
বিকাল - ৪ : ৩০ মিনিট ।
১৬ / ০২ /২৩ বৃহস্পতিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।