(  আজ আমার আরুষ সোনার একবছর পূর্ণ হলো ,সবার আশীর্বাদ কামনা করি )

নভেম্বরের দশ
কার্তিকের চব্বিশ
বেলা ১২টা পঁচিশ
মোর আঙ্গিনার জন্মে কুলোদীপ ।
নামটি ঋতম
দুষ্টু বেদম
নকলকরে
যার যা দেখে ,পরে ।

ওয়াকারে
হাঁটে বাহারে
রাগেরঅন্ত
সে অতি দুর্দান্ত ।
নেই ডর
নেইভয়
বীরদর্পে
ঘোরে সারা বাড়ীময় ।

মা -বাবার
বুকেরধন
আমার জীবন
দুষ্টু মিষ্টি হাসির ধরণ ।
মাম্পির সোনামণি
বেটুর রতন
মা-মণির ধন
থাবুথুবু হাঁটা দুষ্টুর যেমন ।

দিদিভাই'র আরুষ
দাদামণির ভাই
তিন ভাই বোনে
যেন ঘোরে ব্যাস্ত মানুষ   ।
আজ পূর্ণ
একবছর
তাতেই সে
চষে বেড়ায় বাড়ী খানি সম্পূর্ণ  ।

      🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

সকাল -১১ :১০ মিনিট ।
০৪ / ১১ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।