চলোচলো যাই বৃন্দাবনে ,যেথা গোপাল কৃষ্ণ গোচারনে,
সেথা কৃষ্ণ করে লীলা  ,ব্রজজগোপীনিদের সনে।
তুমি নিধুবনে কৃষ্ণ কালী ,রাধা সনে প্রেম কারণে,
তুমি কালীদহে নৃত্য কর ,কালীয়া নাগ দমনে।
ওগো চিন্তামণি চিন্তা হর ,বিদুরের ক্ষুদ গ্রহনে,
আবার গোষ্ঠে গিয়ে বংশী বাজাও, রাখালরাজা হও সেখানে।
তুমি মাঘন চুরি কর যযোশদার, লয়ে যত সখাগন ।
"মা" রসি দিয়ে বাঁধলে তোমায়, বিশ্বরূপ দেখাও বদনে ।
তুমি ছল করে হও শিশু, পূতনা রাক্ষসী নিধনে,
আবার গৌরাঙ্গ হয়ে নদে এসে, নাম বিলাও জনে জনে ।
চলো যাই  বৃন্দাবনে, যেথা গোপাল কৃষ্ণ গোচারনে ।


                     *******


বেলা -  ১১:৪৩  মিঃ ,কলকাতা
১০ /০৯ /২০১২ সোমবার