খেলবো হোলি, রং দেবোনা, তাই কি আবার হয় ?
ফাগের রঙে রাঙিয়ে দেব বঁধূয়ার হৃদয় ।
ফাগুন এলো বনে বনে,
বসন্তে এই রঙিন দিনে।
পলাশে, শিমুলে  রঙে,
রাঙাবো কৃষ্ণচূড়ার ফাগে।
খেলবো হোলি,রঙ মাখাবো,
রঙে রঙে রাঙিয়ে দেবো।
ফাগুনের এই হোলির দিনে,
রঙ খেলিবো তোমার সনে ।
লাল আবীরে বঁধূয়ারে ,
রাঙাবো আজ ফাগুয়ারে ।
আবীর মাখাবো গায় ,
পিচকারী মারিব তায় ।
লাল, নীল, হলুদ রঙে ,
খেলবো হোলি তোরই সঙ্গে ।
রঙে রঙে ভরিয়ে তোকে,
গোলাপ ফুলের পরাগ রঙে ।
হৃদয় মন্দিরের মাঝে ,
রাঙিয়ে দেবো সকাল সাঁঝে ।
হোলির দিনে আজকে তোকে,
মন রঙিনে রাঙাবো যাকে ।
তাই ডাকি বঁধূ আকূল মনে ,
আয় হৃদয়ের কূঞ্জ বনে ।
বসন্ত উৎসবের দিনে ,
খেলবো হোলি তোরই সনে ।
----------***----------
  
  ০৫.০৩.২০১৭ রবিবার,
বিকাল ৪:১০ মি: ডেবরা