নাই বৃষ্টি অনাসৃষ্টি নাই কোন শুভদৃষ্টি ,
নাইমেঘ নাইঝড় নাইবজ্র গরমেতে অগ্নিবৃষ্টি ।
উত্তাপে জীবন দহে অগ্নি বৃষ্টি নাহি সহে ,
রুষ্ট তেজদীপ্ত সূর্য বৈশাখ এলো দাবদহে ।
রৌদ্র তাপে দেহ পুড়ে কলেবরে ঘর্ম ঝরে ,
শীতল খুঁজে বেড়ায় ঘুরে এসিও না ঠান্ডা করে ।
শীতলজল সদাই খুঁজে মরে পিপাসায় বারে বারে ,
খর রৌদ্র তাপে সদা হাঁস ফাঁস জীবন যায় পুড়ে ।
নাই ঝড় নাই জল শুধু অগ্নি বর্ষন অনর্গল ,
বাহিরে ঘরে তপ্ত রৌদ্রের তাপ যেন জ্বলে অনল ।
খাদ্যাখাদ্যে নাই অভিরুচি মুখেতে শুধু অরুচি ,
শুধু অম্ল মধু ফল কোন কিছুতেই নাই অভিরুচি ।
আকাশ পানে চাতক চাহে শুধু এক ফোঁটা  জল,
পাখী সব রৌদ্র তাপে বসে না গাছে না খায় ফল ।
প্রকৃতি অতি রুষ্টমতি অসৎ কর্মে কূ -কীর্তি  ,
নাই বৃষ্টি অনাবৃষ্টি পয়োধর না হয় সরোবরে সৃষ্টি ।
বৈশাখ মাস ধর্ম মাসে ধর্মের নামে অপকীর্তি ,
লঘু গুরু নেই বিচার অসৎকর্মে  হৃষ্টমতি অতি ।


          ××××××××××××××××××
রাত্রি - ১০ : ৩১ মিনিট ।
১৫ / ০৪ /২৩ শনিবার ।
কোলকাতা ।