দুঃখীর কপালে জোটে দুঃখ ,
কখনো জোটেনা কোন সুখ ।
ভাগ্যের কি চরম পরিহাস ,
কি আছে কর্ম ফল ভোগ ।


দুঃখই তার গলার মালা ,
জুড়ায় যত দুঃখ জ্বালা ।
করেনা কোন অবহেলা ,
না চাইলেই আসে মেলা ।


দুঃখ আসে হাত ধরে ,
কারুর অপেক্ষা করেনা রে ।
দুঃখ দুঃখেরে সঙ্গে করে ,
আসে হাত ধরাধরি করে ।


দুঃখকে না করে ভয় ,
দুঃখকে করতে হবে জয় ।
দুঃখকে না দিও বরাভয় ,
মনে রেখো সদাই জয় ।


দুঃখই সঙ্গে সব সময় ,
সুখ থাকে শুধু সুসময় ,
অসময়ের বন্ধু যারা ,
থাকে সদাই অসময় ।


সুখের দিনে বন্ধু অনেকেই হয় ,
দুঃখের দিনে বন্ধু কিন্তু তাহারাই নয় ।
দুঃখের দিনে এলেতাহারাই না চেনে ,
দেখতে পেলে গা ঢাকে এখানে ওখানে
        ×××××××××××××××
দুপুর - ১ : ৫২ মিনিট ।
১৭ / ০৪ / ২৩ সোমবার ।
কোলকাতা ।