অসৎ পথে উপার্জন টাকাই পর নয় আপন ,
টাকায় জীবন পায় টাকাই হয় মৃত্যুর কারণ ।
টাকা ছাড়া জানেনা টাকা ছাড়া কিছুই চেনেনা ,
টাকা বাবা টাকা স্বজন টাকাই তার ভাই বোন ।


বেঈমান বিশ্বাসঘাতক যারা বিশ্বাসে বিষ হানে ,
কার্য্য উদ্ধার হয়ে গেলে আর সেইজনে না চেনে ।
পথে দেখা হলে পরে না চেনে চলে যায় অন্যপানে ,
মুখোমুখি হলে পরে বলে দেখা হবে অন্য একদিনে ।


চালুনিতে  চালা হয় খাদ্য শস্য চাল আটা ময়দা ,
শয়তান দেড়চালাক কিছুতেই না করা যায় ফায়দা ।
তসর পোকা জাল বুনে চলে অন্যের ক্ষতির কারণ ,
সেই ফাঁদেই তসর পোকার আটকে হয় যে মরণ ।


তাই যেথায়ই এইরূপ অসভ্য মানুষের বসবাস ,
সেথায় হয় এইরূপ মানুষরূপী জীবজন্তুর আবাস ।
তাদের নেই কোন সভ্যতা ভদ্রতা কর্তব্য মমতা ,
আছে শুধু অসভ্যতা রূঢ় নোংরা জঘন্য বর্বরতা  ।


যেইখানে নেই কোন সম্পর্কের আচার বিচার ,
সেইখানে চলে শুধু জিঘাংসা  অন্যায় অবিচার ।
নেই আত্মসম্মান বোধ বাহ্যিক লজ্জা চক্ষুলজ্জা ,
আছে আদিম মানুষ প্রায়  অর্দ্ধনগ্ন সাজ সজ্জা ।


           ***************
দুপুর - ১২ : ৩০  মিনিট ।
০৭ / ১০ / ২৩ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।