জ্যোতির্ময় রূপ হেরি হে পুরুষোত্তম,
নমি হে তোমায় প্রভু হে অনুপম।
তুমি মোরে 'দিশা' দিলে, দিলে গো চেতনা,
নিভাইলে যত ক্লেশ, খেদ ও যন্ত্রনা।
তুমি মোর জীবনের অমূল্য রতন,
জীবনে  পেয়েছি তোমায় মনের মতন।
পরমব্রহ্ম সনাতন তুমি অনুকূল,
জীবনের পারাবারে, তুমি দিলে কূল।
যবে আমি সন্তরিনু এভব নদীতে,
গুরুমন্ত্র দীক্ষা দিলে, আমারে ত্বরাতে।
চরণ তরী দিও মোরে, ওগো দয়াময়,
ত্বরাও তরীতে প্রভু, তুমি হে ত্বরায়।
জীবন আকাশে প্রভু ধ্রুবতারা তুমি,
জনমে জনমে প্রভু তুমি অন্তরযামী।
তুমি ওগো প্রেমময় অনন্ত মহান,
জনে জনে বিলাইলে তাই 'রাধানাম'।
জীবনের প্রতিকূলে তুমি ভাঙ ভূল,
অচেতনে, চৈতন্য দাও, অজ্ঞান নির্মূল।
নমামি তোমায় প্রভু, হে প্রিয়তম,
পথের 'দিশারী' তুমি জীবনে মম।
   <<<<<>>>>>

২৪.০৪.২০১৬, রবিবার, রাত্রি:১১:২০, কোলকাতা.