ও আমার বাংলা মাগো আমার দেশের মাটি ,                            সবার চেয়ে দামী সে যে,সোনার চেয়ও খাঁটি !
আমার দেশের মাটিতে ভাই সোনার ফসল ফলে ,
সেই শুধা যে পান করে ভাই ,মন ত ওঠে ভরে !
মাটির 'পরে হেসে ,খেলে ,পনা রোদ গায়ে মেখে ,
মাঠে ,ক্ষেতে ফলাই ফসল ,থাকি যে গো সুখে !
নদীর তটে করি খেলা ,সাঁতার কাটি স্নানের বেলা ,
মাটির 'পরে সারাজীবন ,কাটাই সারাবেলা  !
এই মাটিতে ফসল ফলাই ,থাকি সুখে ,দুঃখে ,
মাটির 'পরে ঘুমিয়ে পড়ি ,পাখীর ডাকে জেগে !
আমার দেশে মাটিতে ভাই , সোনার ফসল ফলে ,
আমার দেশের নদীর জলে ,হংস মিথুন খেলে !
আমার দেশের মাটিতে ভাই কতই সোনা ঝরে ,
সেই সোনা হেরে রে ভাই ,হৃদয় যে যায় ভরে !
পুকুর জলে পদ্ম ,শালুক ,পাতার ফাঁকে ফাঁকে ,
বৃক্ষ'পরে দোয়েল ,কোয়েল ,নাচে শাখে ,শাখে !
শালিক ,চড়ুই নেচে বেড়ায় এগাছে  ওগাছে ,
মাছরাঙা বৌ ডুব দেয় ঐ,ধরবে বুঝি মাছে !
নদীর তীরে ,ধানের ক্ষেতে ,সোনার আঁচল পাতা ,
গাছে লতায় ,ফলে ,ফুলে ,হীরে-মাণিক গাঁথা !
লাল পলাশে ,কৃষ্ণচূড়ায় আগুন ঝরে যায় ,
ঐরঙেরই রঙ মেখে ,মোর মন যে রাঙে হায় !
দীঘির জলে সাঁতার কাটে যত ছেলের দলে ,
রাখাল ছেলে বাজায় বেনু ,বসে তরুর তলে !
এই দেশেরই খাই যে হাওয়া ,এই মাটিরই জল ,
এই দেশেরই গাছের ছাওয়ায় ,প্রাণ করি শীতল !
এই মাটিতে সাঁঝের বেলা ,তুলশী গাছের তলে ,
সন্ধ্যা-বাতি ,দেখায় সেথা ,প্রদীপ খানি জ্বেলে !
পিঠের 'পরে চুল এলিয়ে ,আঁচল দিয়ে গলায় ,
শুদ্ধমতি মা যে আমার ,ঠাকুর ঘরে যায় !
এই মাটিতেই আমার মায়ের কতই স্মৃতি আঁকা ,
মিষ্টি মধুর একফালি চাঁদ ,আকাশ 'পরে বাঁকা !
আমার দেশের মাটি যেগো ,সবার  চেয়ে সেরা ,
এই মাটিতেই আছেন মিশে ,পিতা ,পিতামহেরা  !


                **********


বেলা < ১০:৪৪ মিঃ > ,ডেবরা
০১ /০৬ /২০১৬ ,বুধবার  !