তরুবর কহে ডেকে সুবর্ন লতায় ,
জড়াইয়া ওঠ মোরে ,তুমি কত অসহায় !
কঠিণ হৃদয় ওরে ,নেই দয়া তব 'পরে ,
বিধাতা সৃজেছে তোমায় তাই ক্ষুদ্র করে !
মলয় বহিলে হায় , মাটিতে লুটাও তায় ,
মক্ষিকার ভারে তুমি পড়লো ঢলিয়া !
তরুরাজ হই আমি ,আকাশ  চুম্বি শির ,
নিন্দ বিধাতায় তুমি হইও  না স্থবীর !
আমার ছায়াতে বসে পথিক ,পরিশ্রান্ত ,
অনুক্ষন বিশ্রাম লভয়ে ,হয় অতি শান্ত !
হেনকালে পবন আইল সঘনে ,সজলে ,
তরুরাজ পড়িল বুঝি ভাঙিয়া ভূতলে !
মড়্ মড়্ করে তরু পড়িল ভাঙিয়া ,
সুবর্নলতা তখন কহিল হাসিয়া !
কূল ,শীলে ধন ,মানে ,হইলেও উচ্চ ,
অহংকারে ,দর্পভরে ,কহিওনা উচ্চ -বিচ্য !


          **********


বিকেল - ৩:৪৫মিঃ ,কলকাতা
২৬ /০৫ /২০১৭ ,শুক্রবার