হে রুদ্র দীপ্ততেজে
         জেগে ওঠ  সৃষ্টির প্রারম্ভে ,
শুরু হোক আপন মহিমায়
         তেজদীপ্ত আলোর বর্তিকা ।


তোমার রুদ্র তেজের মহিমায়
               মেদিনী কর আলোকিত ,
প্রজ্জ্বলিত আলোকে বসুন্ধরা
              হোক আলোকিত উদ্ভাসিত ।


মৃতসঞ্জীবনী সুধা দিয়ে
              উজ্জীবিত কর প্রাণীকুল ,
ওহে রুদ্র দীপ্ত তোমার
          এই মায়াময় মায়ার সংসারে ।
উল্লাসে উচ্ছ্বাসে বিহ্বল হয়ে
               উড়ে বেড়ায় অলিকুল ।


ভুলে থাকি সদাই আমি
       তোমার ভূবন ভোলানো মহিনী মায়ায় ।
ক্ষমিও আমায় নিজগুনে
          এই মায়াময় সৃষ্টির ভূবনে ।


দয়াকরে চরণে রেখো
              ওগো অন্তর্যামী ,
তোমার চরণ তলে
           প্রভু নিত্য প্রণমি আমি ।


তোমার সৃষ্টি তুমি কর ধ্বংস
             তুমি রক্ষ কুল জাতি বংশ ,
তুমি আদি অনন্তকারী
            তুমিই আদি রক্ষ আবার বিনাশ ।


তুমি ক্ষুধায় যোগাও অন্ন
            তৃষ্ণাতুরে দান বারি ,
তুমি সব চিন্তা দূর কর
            তুমিই চিন্তামণি চিন্তাহারী ।
      
        ×××××××××××××××××××××××××
বিকাল - ৩ : ৫২ মিনিট ।
২২ /০৪ /২৩ শনিবার ।
কোলকাতা  ।