জয়ের কেতন উর্দ্ধে  উড়ায়ে--
জুড়াইয়া জ্বালা পৃথ্বির ,
আসিল বর্ষা নব মেঘ সাথে -
শীতল করিল অস্থির !
থরে থরে ঐকালো মেঘ ভাসে -
মেঘের গরজে দামামা  বাজিছে ,
কালো মেঘ মাঝে অশনি খেলিছে -
যেন খাপ খোলা অসি ঝকিতেছে !
গুড়ু গুড়ু মেঘ বাজিছে দামামা -                                    
বাদল ঘনিয়ে এলো ,
শোনিতের ঐ চকিতে চমকি -
বিদীর্ন করি কালো !
বজ্র নিনাদ ,গরজে গগন -
অঝোরে ঝরিছে বারি অবিরল ,
চমকিছে মেঘ থাকিয়া থাকিয়া -
ত্বরিতে ধরনী শীতল !


         *******


  রাত্রি   -  ৮:৪৫ মিঃ ,কলকাতা
০১ /০৬ / ২০১৭ ,বৃহস্পতি বার !