বইয়ের মেলা সারা বেলা দেখবি যদি আয় ,
হরেক রকম বই যে সেথা সাজানো সেথায় ।
কত শত ক্রেতার সেথা হয় যে আগমন ,
ভিন্ন ভাষায় ভিন্ন লেখা ভিন্ন চিত্রায়ন  ।
কত ক্রেতা কত বিক্রেতা আসছে সেথা রোজ ,
কত দেশের দর্শক নানান করছে বইয়ের খোঁজ ।
বইয়ের মেলায় করছে খেলা কতই আনন্দ লহরি ,
উপচে পড়ে বইয়ের বাহার পড়ছে যেন  ঝরি ।
ইচ্ছে করে মনের মত বই কিনে নিই যত ,
কত ক্রেতা কত বই-ই কিনছে মনের মত ।
ইতিহাস ,ভূগোল ,ছড়া ,কবিতা আরো কত কিছু ,
কত লেখকের লেখা বই আছে কিনবে তারা পিছু ।
ইংল্যান্ড ,ফ্রান্স, জাপান ,জার্মান আরো কত দেশ ,
মেলায় ঘুরে দেখছে তারা লোকের নেইতো শেষ ।
আনন্দেতে দেখছে মেলা ঘুরে বই দোকানে মেলায় ,
দেখছে বই কইছে কথা তারা যে যার সেই ভাষায় ।
খুশী তাদের ধরেনাকো বইয়ের মেলা দেখে ,
মেলার শেষে ফিরবে দেশে যে যখানে থাকে ।


    **********************
বিকেল -৩ : ৪৫ মিনিট !
২১ /০১ /২২ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !