ওগো আমার বাংলা মাগো! তোরে ভুলিব কেমনে,
ফুল, ফল, লতা, পাতা জড়ায়ে জীবনে ।
তোর অন্ন, জলে মোদের জীবন ধারণ,
তোরই দেওয়া পরিধান লজ্জা নিবারন ।
এই ভাষাতেই বলি কথা, এই ভাষাতেই গাই,
মাগো! তোরই ধূলি অঙ্গে মেখে পরাণ জুড়াই ।
ধূলার পরে জন্ম আমার, অঙ্গে মাখি ধূলি,
দেশের ধূলি স্বর্গ সম, মাথায় রাখি তুলি ।
মাগো! এই দেশেরই কি যে মায়া, কাদা, মাটি, জলে,
তোরে ছেড়ে যেতে হবে, কেমনে যাব ভুলে । (চলে)
তোরই দেওয়া অন্ন, জলেবাঁচাই জীবন,
নদীর তটে, শীতল জলে, মলয় সমীরন ।
শৈশবেতে করি খেলা তোরই ধূলি পরে,
কৈশরেতে, আম, পেয়ারা পাড়ি গাছে চড়ে ।
যৌবনেতে কঠিণ কর্তব্যময় দায়িত্ত পালন,
কাটায়েছি তোর বুকেতে আনন্দেতে, স্বার্থক জীবন ।
আমারএই দেশের ধূলি, চন্দন সমান,
হেথায়-ই মোর বার্ধ্যক্ষের বারানসী, স্বর্গ হতে মহান ।
     <<<<<<>>>>>>