ভালোবেসে বেসো ভালো ,
রূপ দেখে বেসোনা ভালো ।
মন ভালোতো বেসো ভালো ,
ভালো দেখে না বেসো ভালো ।
দেখতে কালো সেতো ভালো ,
মন যদি হয় ফুলের মতো ভালো ।
রূপের পশরা নয় ভালো   ,
মন যদি হয় তার  কালো ।
জহুরী জহর চিনে যেমন ,
মন দিয়ে মন কেনো তেমন ।
ভালো মনের মরন যেমন ,
ঠক বাজেরা ঠকায় যখন  ।
ভালোবাসার মত মন চাই ,
উপর উপর ভালোবেসোনা তাই ।
নির্ভিজাল ভালোবাসা ,
জাগে মনে শান্তি আশা ।
ভালোবাসো তুমি কায়মনে ,
বাসবে ভালো তোমায় জগৎজনে ।

*********************
রাত্রি - ১০:১০ মিনিট।
২৬ /১২ /২০২০ শনিবার।
কেরানিটোলা = মেদিনীপুর।