ভালোবাসা তুমি কার ?
যে আমায় অন্তরে রাখে , আমি তার !
তুমি সবার নয়  কেন , ভালোবাসা ?
কি করে থাকি বলো ?  যার মনে থাকে হিংসা ¡
আমি থাকি তার ঘরে ,যে আমায় চায় অন্তরে ,
আমি থাকি তার হৃদয় মন্দিরে , যে আমায় রাখে যতন করে ¡
তাহলে তুমি কোথায় থাক , ভালোবাসা ?
এই কথা জানতে ইচ্ছে ,মনে বড় প্রত্যাশা  !
শুনবে--? যেখানে নেই হিংসা , দ্বেষ ,
            সেখানে আমি থাকি বেশ !
থাকিনা--- ? যেখানে ক্রোধের আবির্ভাব ,
                 যেখানে নেই সৎভাব !
                 যেখানে  শুধু খুনোখুনি ,হানাহানি ,
                 সেথায় কি করে বল থাকি আমি ?
                  আমার নাম ভালোবাসা ,
                 বুকে জাগাই নূতন আশা !
                  আমি শিশুর মুখের হাসি ,
                  আমি ফুলের সৌরভে ভাসি !
                  ভালোবাসার স্বচ্ছ , সরল ভাষা ,
                  সেখানে থাকেনা মিথ্যার কূয়াশা !
                   যেথা থাকে প্রেম ,প্রীতি ,আলো,আশা ,
                   স্নেহ ,মমতা ,বন্ধন,সেথা আমি করি বাসা !
আমার নাম ভালোবাসা----
                   আমি থাকি জননীর  অন্তরের,মনে ,
                    থাকি প্রেয়সীর গেপন মনের কোনে !
                    আমি থাকি ভাই- বোনের স্নেহের বন্ধনে ,                              
                       আমি থাকি সন্তানের নাড়ীর টানে !
                     যেখানে থাকে বিশ্বাস ,আস্থা ,আশা ,
                     সেখানেই থাকে প্রত্যয় ,ভালোবাসা !
                      বিশ্ব জগৎ বাঁধা ভালোবাসায় ,
                      তাইতো সবাই বাঁচে অনাবিল প্রত্যাশায় !


                            <<<<<<>>>¢¢¢¢¢¢


১৯.০৪.২০১৭ বুধবার ,
বিকেল : ৩:৩০ , কোলকাতা