(আপনারা শুনে থাকবেন বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষা ! এই কবিতাটি পুরুলিয়া জেলার আঞ্চলিক ভাষায় লেখা !)


আমি, আর সাঙ্গাত মিলে সিনান ক্যত্তে গেছলি বঠে খাল,
সিনাতে,সিনাতে  দ্যেখতে পালি,মস্ত এক বুয়াল !
দুজনে মিলে বল্লি,সাঙ্গাত চলনা বঠে ধরি মাছ ,
যদি ধ্যরতে পারি, তবে, মাছের টবকা হবে বঠে আইজ ।
ওঃ বাবা ,যেই ধরলি খপাক ক্যইরে, সেই নেজ ঝাপট্যাল জোরে,
ওমনি পড়লি কাদা জলে, যদিওবা, বাজে নাই কোমরে ।
সাঙ্গাত ব্যল্লেক্, ওরে বিস্তর লম্বাকাঁটা বঠে যাইস্  না ---
বল্লি ধ্যাৎতেরি, কাঁটা কুথায় ?  শুঁড় বঠে ,দেখতে প্যাসনা ?
ভাইরে-যদি শুকনা ভূঁইয়ে পড়তি, তো সিরান্ যাথি,
ভাগ্যে পড়লি জলে, খাঁইয়ে ন্যাজের ঝাপটার গুঁতি ।
কেজানে, কবকে ব্যারাং যাবে দমটুকু, সেই থাকুনই ছাড়লি-
মাছ ধ্যরতে যাঁইয়ে, বিস্তর বে-কায়দায় পইড়ে ছিলি ।
                <<<<<©>>>>>