হোলি, হোলি, হোলি হ্যায়.......
হোলি এসেছে আজি হোলি এসেছে,
মনের ফাগুনে আজিরঙ ধরেছে ।
আজি বসন্ত উৎসবের দিনে,
খেলবো হোলি তোমার সনে ।
আবীরে পিচকারী রঙে আজি,
তোমায় চরণ রাঙাবো ।
রঙ মাখাবো, রঙ মাখিবো,
আবীরে রঙে তোমায় সাজাবো ।
আবীরে, আবীরে আজি তোমায় রাঙাবো,
আতর, ফুল, চন্দনে তোমায়় সাজাবো ।
ধরো, পিচকারী-রঙ-হরি,
সাজাবো তোমায় মনোভরি ।
গলায় তোমায় চিকন কালা,
পরাবো ফাগুয়া রঙের মালা ।
আবীর, তুলসী, চন্দন সঙ্গে,
সাজাবো তোমায় কতো রঙ্গে ।
এসোএসো হে বৃন্দাবনচন্দ্র কালা,
গলে দোলে বনফুলের বনমালা ।
বনমালী, মথুরাধিপতি, বনোয়ারী-হরি,
চরণ রাঙাবো তোমার, রঙ পিচকারী মারি ।
   <<<<<<>>>>>>