আকাশে সাদা মেঘের ভেলা ,
ভাসিয়ে দিয়ে সারা বেলা !
রোসো তুমি এইবেলা ,
আসব আমি ওই বেলা !
সজল কাজল মেঘের বায় ,
নীল নীলিমায় ভেসে বেড়াই !
ভেবে না পাই কোথায় যাই ,
ভেসে ভেসে দূরদেশে যাই !
পরিবেশ দুষন এতো বেশী ,
পারিনা বর্ষিতে আসি !
তাই ভাসিয়া হেথা হোথা বেড়াই ,
কোথাওনা পরিবেশ পাই !
বন নেই ,বনান্ত নেই,শুধু ধূ-ধূ মাঠ ,
জনহীন প্রান্তর ,সুঙ্ সাঙ্ পথ ঘাট !
দাবদাহে জনগন পথেনা পারে হাঁটিতে ,
থমকেছে জনরব,কলরব ,খরাতে !
কোথা নামিব আমি পারিনাতো বুঝিতে ,
শুধু আমি ভেসে চলি আনমনা গতিতে !
জলভরা মেঘ আমি আসিব কি ভাবেতে ,
সদাই ভাবিতেছি আমি ,তাইমনে মনেতে !
বড় বড় অট্টালিকা তুলিয়াছে মাথা ,
কিভাবে আসিব আমি তাই  মাথা ব্যাথা !
উচ্চ শির অট্টালিকা মারিবে ছোবলে ,
বিপদ গনিতেছি তাই তাদের কবলে !
অট্টালিকা সব যেন ফোঁস ফোঁস করে ,
এই বুঝি মারলো ছোবল ,রক্ষা নেই ওরে !


            ***********


সকাল -১০:৫৫ মিঃ ,ডেবরা  ,
১৫ /০৬ /১৭ ,বৃহস্পতি বার !