বৈশাখে "হাল" খাতা, হয় নববর্ষ ,
নূতন পরিধেয় , মিষ্টি মুখ ,মনে জাগে হর্ষ !
১লা বৈশাখ " সিদ্ধিদাতা গনেশ " পূজয় ,
নূতন খাতা ,মিষ্টি মুখ  ,দোকানেতে হয় !
জৈষ্ঠে পূজে "মা মনসা ,দেবী অন্নপূর্না  ",                      নৈবিদ্য আম ,জাম ,খেজুর ,কাঁঠাল আর দুধ ,ছানা !
আষাঢ়েতে "রথযাত্রা " জগন্নাথ দেবের ,
চাষীরা ব্যস্ত কাজে ,মাঠেতে চাষের !
শ্রাবণে ধারা শ্রাবণ ,মাঠ থৈ থৈ  জল ,
নদী নালা ,খালে বিলে ,নামিতেছে ঢল !
ভাদ্র মাসে "ভাদু" পূজা জানে সর্বজন ,
বাঁকুড়া জেলার ভাদু পূজা ,বিখ্যাত ভূবন !
আশ্বিনেতে "দুর্গা" পূজা মেদিনীতে করে ,
আনন্দেতে মাতে সবে প্রতি ঘরে ঘরে !
বিজয়ার পরইহয় ,কোজাগরী পূর্নিমা ,
শুভ তিথিতে পূজে সবে লক্ষ্মী প্রতিমা !
কার্তিকের অমাবস্যায়  মাকালী পূজয় ,
প্রতিপদে জামাইষষ্ঠী ,ভাইফোঁটা ভাতৃদ্বিতীয়ায়  !
অঘ্রানে সোনালী রঙে ,মাঠভরা ধান ,
রাসযাত্রা ,নবান্ন আর নলেন গুড়ের আঘ্রাণ !
পৌষেতে পায়েস ,পুলি  ,পিঠে নলেনগুড় ,
সংক্রান্তিতে "টুসু " পূজা ,গঙ্গাস্নানের ভীড় !
মাঘেতে "শীতল ষষ্ঠী " "সরস্বতী"র বন্দনা ,
পঞ্চমী তিথিতে করে "সারদার"আরাধনা !
ফাল্গুনেতে দোলযাত্রা ,হয় ফাগুয়ার খেলা ,
রঙে রঙে রাঙে সবে ,আবীর-রঙের মেলা !
চড়ক শেষে "চড়ক" মেলা শিবের গাজন ,
বসন্তে "বাসন্তী" পূজা ,রাঙে হিয় মন !
ফাল্গুনে ফাগুয়া রঙে বিয়ের আমণ্ত্রণ ,
চৈত্রমাসে "নীল" পূজে যত এয়োগন  !
বারমাসে তেরো পার্বন  বাংলার ঘরে ,
আরও অনেক কেছু আছে মনের অগোচরে !
বারমাসে তেরো পার্বন করিনু বর্নন ,
আরও কিছু  পূজা আছে ,পূজে আনজন !


            *******
২৮.০৯২০১৩ ,বুধবার !