কালো মেঘ ভেসে এসে নীল আকাশ ঢাকে ,
বিজুরী খেলিয়া যায় ঘন দেওয়া ডাকে !
গুরু গুরু দেওয়া ডাকে ,গুমরি ,গুমরি ,
ত্বরাতে বিজলী খেলে  তাহার উপরি !
চারিদিকে ভেক ডাকে ,ভরে খাল ,বিল ,
মেছো-মেছোনির দল ,চলে নদী , ঝিল !
গোচারনে যায় গরু ,মেষ ,ছাগ ,বাথানে মাঠে ,
বাহিরেতে দাওয়া ভিজে ,হাওয়ায় জলের ঝাঁটে !
চাষী ভাই ছুটে চলে ,যেথা পাড় ভাঙে গাঙে ,
বর্ষার জল ঢুকে ,মাঠ ,ঘাট ,বিলে আল ভাঙে !
দু'কূল ছাপিয়া যায় বহিছে প্লাবন ,
নদীর একূল ,ওকূল ,দু'কূল ভাঙে যখন তখন !
চারিদিক জল থৈ থৈ ,চেনা নাহি যায় পথ ঘাট ,
চাষীরা সকলে ব্যাস্ত হয়েছে ,করিতে চাষের কাজ !
মাছরাঙা ,সারস ,বক,ভিজে গাঙে ,ঝিলে ,
টুব্ টুব্ দেয় ডুব্ ,পানকৌটি জলে !
সাঁঝ বেলা , জলে ভিজে ফেরে গরুর পাল ,
চাষীবৌ দিন শেষে  ভাত খায় সন্ধ্যার কাল !
গৃহস্থ বধূ ,তুলসী তলায় জ্বালে সাঁঝের বাতি ,
শঙ্খধ্বনি ,উলুধ্বনি ,ধূপ  ধূনো আর প্রদীপ ভাতি !


                ***************
০৮ /০২ /২০১২ ,বসন্তপুর  :