ভেসে গেল ঘর বাড়ী ,
ভেসে গেল ভাতের হাঁড়ি !
অবিরাম বৃষ্টি পড়ে নদীয়ে এলো বান ,
ভেসে গেল  গোয়াল গরু ,গেল গোলার ধান !
মাঝখানে বাড়ী ঘর ,চারিধারে জল ,
কি করে বাঁচিবে প্রাণ ,ভয় হয় কেবল !
বান আসে ,ঘুর্ণি হয় ,কত বাড়ী ,ঘর ,ভেসে যায় ,
শষ্য ,ফসল ভেসে যায় , উথাল পাথাল ঢেউ ,পাহাড় প্রমাণ প্রায় !
ধান ,চাল ,ভেসে যায় প্লাবনের জলে ,
কি করে বাঁচিবে প্রাণ ,কি আছে কপালে
চিলা ছাদের উপরে সবে ডাকে "ভগবান " ,
কি করে করিব রক্ষা সবাকার প্রাণ !
ভেসে যায় গোয়াল গরু নদীর স্রোতেতে ,
জীয়ন্তে মরা যে সবে ,এ বানভাসিতে !
চারিদিক কানায় কানায় জল ,শুধু থৈ থৈ ,
অগাধ সমুদ্র যেন কূল কিনারা নেই !
কপ্তার ত্রাণ ফেলে গুড় ,চিঁড়ে ,ঔষধ ,
পানীয় জল নেই ,নেই শিশুর দুধ !
বাড়ী ,ঘর ভেসে যায় ,যায় জন প্রাণী ,
বৃক্ষ,লতা ভেসে যায় ,মুখে দেওয়ার নেই দানা ,পানী !
মশার কামড় আর সাপের ছোবল ,মরিছে মানুষ ,
চারিদিকে হাহাকার ,দুর্ভিক্ষ ,স্তম্ভিত ,বেহুঁস !
বাড়ী ,ঘর নেই ,সবে আশ্রয়  হীন ,
স্কুল বাড়ী ,তাঁবুতে  তাদের কাটিতেছে দিন !


    
           ********
বিকাল -৫:২২ মিঃ ,ডেবরা ,
০৪ /০৮ /২০১৭ ,শুক্রবার  !