চৈত্রের চিতা ভস্ম উড়ায়ে
           জ্বালাইয়া জ্বালা বহ্নির  বেশে ,
রুদ্র তেজের বহ্নিচিতায়
            ভীষন প্রখর অনল রোষে !
পাবক সমান উদয় সূর্য্য
              রশ্মি বহিতেছে  দেশে ,
না পায় স্বস্তি ,শুধু অস্বস্তি
           বহ্নিরচিতা জ্বলিতেছে সারা বিশ্বে !
আশায় আশায় কাটিছে দিবস
                    এই  বুঝি ঝড় হয় ,
আসিতেছে বুঝি কালবৈশাখী
                       হইবে সৃষ্টি লয় !
কোথা গেল ঝড় ,কোথায়  বৃষ্টি        
                     শুধু উত্তাপ ,শুধু সন্তাপ ,
শীতল মলয় বহিবে এবার
                আশায় থাকিয়া যেন নিরাশ আক্ষেপ !
দক্ষালয়ে মহাকাল যথা
              সতী দেহত্যাগ কালের সময়ে ,
তান্ডব নৃত্য সম
              প্রলয়ের জটাজাল উড়ায়ে  !
আকাশ হইতে অগ্নি বৃষ্টি সম
                        অগ্নি বরিষণ ,
না পারে সহিতে মহী
             এদুঃসহ ভারের কম্পন !
সেইমত বৈশাখেতে
               অগ্নি বরিষণ ,
বুঝি আর না বাঁচে জীবন
           তপন উত্তাপে বুঝি হইবে মরণ !


           *******


সকাল - ৯:২৭ মিঃ , কলকাতা
১২.০৫ .২০১৭ , শুক্রবার  !