শ্মশানে জাগিছ মা'গো, শ্মশানচিতায় বহ্নি জ্বালি,
শ্মশান চিতার হোমানলে, ম্লান হলো মা'র রূপের ডালি।
কালো মেয়ে নেচে বেড়াস, শ্মশানে-মশানে মা'গো,
সন্তানেরি মনের কালি, নিয়ে কালো রঙ মেখেছো।
মাতৃপূজা করব আমি, হৃদয় জবা-বিল্বদলে,
ধূইয়ে দেব চরণ যুগল, শুধু আমার চোখের জলে।
কোলে তুলে নে'মা শ্যামা, দিসনে আমায় দূরে ঠেলে,
চরণ ছায়ায় রাখিস মাগো, অনাথ আমি, দিসনে ফেলে।
মা-এর আমার বরন কালো, সেই কালো'তে ভূবন আলো,
পাগলী মেয়ে এলোকেশী, দেখে জীবন জুড়িয়ে গেলো।
বরন কালি, নামে কালী, কেন মা'তুই হলি কালী,
শ্মশান চিতার বহ্নি শিখায়, কালো হলি ওমা কালী।
              ************
২৩.০৯.২০১২, রবি বার, দূপুর-১২:৩০, বেলুড়মঠ