আত্মার আত্মীয় যারা ,পরম আত্মীয় ,
আত্মীয়তার টান ,অতি বড় রমনীয় !
আত্মীয়ের কথা যবে পড়ে যায় মনে ,
গোপনে আনন্দে বুক ভ'রে মনে মনে !
আনন্দে বিহ্বল হয় সুন্দর এ ভূবন ,
দুঃখ ,কষ্ট ,দূরে যায় ,জুড়ায় জীবন !
এহেন আত্মীয় যদি বিপরীত হয় ,
তবে , পৃথিবীতে বুঝি নেই,নেই বরাভয়  !
ভাই হেন বন্ধু বুঝি নেই  ত্রিভূবনে ,
কিন্তু যদি দ্বেষ ,হিংসা পোষে মনে মনে !
অর্থ ,বিষয় ,বাড়ী ,লাগি কূ-বুদ্ধি মনে আঁটে ,
কোন ছলে বঞ্চিত করে ,সদাই ভাবে বটে  !
কিয়দংশ সম্পত্তি  ফাঁকি দেবে ভ্রাতাগনে ,
সে কারণে সম্পূর্নটাই বুঝি  ফাঁকি দেওয়া  যায় বোনে ! ,,,,
কতিপয় রাতা বুঝি এরূপই  হয় ,
বিষয় ,অর্থ ,বাড়ী লাগি ,রক্তের সম্পর্ক হয় ক্ষয় !
এমত যদি বা হয় ,তাতে কিছু নাহি আসে যায় ,
এই দূর ব্যাব্হার ,স্ব -চরিত্র ,স্বভাবে দাঁড়ায়  !
কয়লার গুন যেমন কালিমা মাখানো ,
শতবার ধূইলে কালি যায়না কখনো !
উই আর ইঁদুরের স্বভাব যেমন ,
মূল্যবান দ্রব্য নষ্ট ,অভীষ্ট পূরন !
মহৎ হৃদয়  যাদের মহান সদাশয় ,
মহতের ছদ্মবেশে থাকে ,দূর্মতি কতিপয় !
ছলা ,কলার তাহাদের নাহিক অভাব ,
ভদ্রলোকের মুখোশ ধরা তাহাদের স্বভাব !
সুমতি না হয় কখনো ,সদাই দূরাচারী  ,
কূবুদ্ধি করয়ে আশ্রয় ,হয় ভেকধারী !
পরশ্রীকাতর তারা ,সতত সর্বদাই ,
অন্যের ভালো হইলে ,হিংস্র উন্মত্ত হয় !


             *********
বিকাল - ৪:২০মিঃ ,ডেবরা
১৪ /০৭ /২০১৬ ,বৃহস্পতিবার !