অহংকারে মদমত্ত দর্পি সে রাবন ,
বিনাযুদ্ধে নাহি হবে তাহার পতন ।
যখনই চতুর্দিকে রোষানল জ্বলে দুরদুর,
তখনই তার জ্ঞান চক্ষু খুলে সত্বর ।
দর্প ভরে রয় যদি মত্ত মাতঙ্গ ,
সদাই দেখে সদাই ভোগে কীট পতঙ্গ ।
মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবন ,
কৃষ্ণ হস্তে কংস ধ্বংস অকাল মরণ ।
তখনই রাবন করলো সীতারে হরণ ,
সীতারে হরিয়া রাখে অশোক কানন ।
সীতা উদ্ধার কালে বীর হনুমান দিলো
                     লেজেতে আগুন ,
লম্ফ ঝম্প দিয়ে করে লঙ্কা রাজ্য দহন ।
সীতার উদ্ধার কালে রামচন্দ্র করেন সেতুবন্ধন ,
সেই সেতু বন্ধন করেন নল-নীল বানর নন্দন ।
রাম রাবনের যুদ্ধ হয়েছিল সীতা উদ্ধার কারণ ,
বানর সৈন সহ রাবন সাথে যুদ্ধ করেন রাম-লক্ষণ ।
রামের মিতা ছিলেন রাবন অগ্রজ বিভীষণ ,
লঙ্কা ধ্বংস হয়ে ছিল  দর্পি রাবনের কারণ ।
যুগে যুগে শাস্ত্র মতে বলেন শ্রী কৃষ্ণ নারায়ণ ,
নারীর অবমাননা জীবের ধ্বংসের কারণ ।
দর্পহারী নারায়ণ নিজ দর্প নিজেই করেন চূর্ণ,
দর্পভরে কোখনো হবেনা কারুর অভীষ্ট পূর্ন  ।


  ×××××××××××××××××××××××××××××
সন্ধ্যা - ৫ :৫২ মিনিট ।
১৯ /১২ /২২ সোমবার ।
রবীন্দ্রনগর - মেদিনীপুর ।