অকস্মাৎ ধূলিকণা  বাতাসে উড়াইয়া  ,
ধূসর রঙে ঢাকিল সারা আকাশ ছাইয়া ।
আচম্বিতে  কালো মেঘে ঢাকিল আকাশ ,
ঘন ঘন দীর্ঘশ্বাস যেন ফেলিছে বাতাস ।
গুরু গুরু গরজে দেয়া বিজলীছে  মেঘ  ,
ঝলকে ঝলকে মেঘ "অশনি " সংকেত ।
দেশময় প্রচার চলে সতর্কতার বাণী ,
সাবধানে থেকো সবে আসিছে "অশনি" ।
শুনিয়া প্রচার বাক্য সবে থাকে সতর্কিতে ,
কি জানি কখন "অশনি" আসবে অতর্কিতে ।
কখনো বা কলো মেঘ ছাইল আকাশে ,
রিমঝিম বারিপাত  সমীরণ সহ বর্ষে ।
পরক্ষণেই রৌদ্র ঝলমল উজ্জ্বল আকাশ ,
উষ্ণতাপ বহিতেছে এলোমেলো বাতাস ।
কোথা ঝড় কোথা বৃষ্টি কোথা ঝোড়ো হাওয়া
ধ্বংস লীলা খেলায় প্রকৃতি হয়েছে মাতোয়া ।
"অশনি "মুকাবিলায় সবে অতন্দ্র প্রহরী ,
আহার নিদ্রা ত্যাগ দিয়ে  জাগে বিভাবরি ।


  ************************
বিকাল - ৪ : ৫৬ মিনিট ।
১০ /০৫ /২২ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।