পট্ট বস্ত্র পরিধানা  ,সূচী হাস্য ,হস্তে ফুল মালা ,
কার তরে অপেক্ষায় মগন ,কেগো ,কার বালা ?
হস্তে বাঁধা মঙ্গল সূত্র ,শিরোপরে মুকুট চূড়াখানি ,
মুক্তিরানী দুহিতা কিগো সমর নন্দিনী  ?
চোখে একি মায়াদৃষ্টি ,ওষ্ঠপরে মৃদু হাসি খেলে যায় ওরে ,
মোর গৃহ প্রাঙ্গনে  ,বসিয়া মন্দির দুয়ারে ?
কি সাজায়ে আনিয়াছিস্ ,কি বা উপচার ,
প্রেম -প্রীতি ,ভালবাসা ,ভক্তি উপহার ?
তোর পরম দেবতারে প্রতিষ্ঠিত করিয়াছি আমি ,
তাহারে সু-প্রসন্ন করে ,তুষিও গো তুমি !
গৃহ মন্দিরে মম প্রতিষ্ঠিত ,জগন্নাথ-* সুভদ্রা -*বলরাম -*,
তাহাদের তুষিবারে এলে মম ধাম !
প্রধান সেবাইত  মোরা আছি দুইজন ,
মোরা সাজায়েছি গৃহে ঐ তিন রতন !
বক্ষের পিঞ্জর ওরা ,আদরের  ধন ,
সন্তুষ্ট রাখিও ওদের ,তুমি সারাক্ষন !
পিতা ওদের সদাশয় , সদানন্দময় ,
সেবা ,যত্ন ,শ্রদ্ধা ,ভক্তি করিও নিশ্চয় !
তুমি মোর পুত্র বধূ  ,গৃহলক্ষ্মী  মোর ,
ভক্তিমতি ,শ্রদ্ধা-ভক্তি ,মতি থাক্ তোর  !!


            **********


সন্ধ্যা - ৭:৩০ মিঃ ,প্রণামলজ ,মেদিনীপুর ,
২১ /১০ /২০১১ - শুক্রবার !