নীল আকাশের গায় ,
          সাদা মেঘ ভেসে যায় !
নিঙাড়িয়া নীল শাড়ী ,
            চলে রাধা নীল যমুনায় !
যমুনার নীল জলে ,
             কৃষ্ণ রূপ হেরে রাই !
     রাধা চলে নীল যমুনায় !!

        *********
সন্ধ্যা - ৬:০০টা ,কলকাতা ,
৩০/১০/২০১৭ ,সোমবার !