যার গর্ভেতে জন্ম নিলি ,সেতো তোর মা ,
সেই  'মা ' এর কি করে তুই করিস অপমান !
সকল নারীই মা-এর সমান , সেকি মনে নেই ,
পশুত্ব তোর মনে চাড়া ,পাশবিকতাই তাই !
যে বোনের হাতে ফোঁটা নিসরে বছর বছর ,
সেই নারীই মা ,বোনের সমান ,জানিস্ না পামর !
যে মেয়েকে জন্ম দিয়ে  ,বুকে জড়িয়ে ধরিস্ ,
অন্য মেয়েও বাড়ীর মেয়ে ,সেটা কেন না ভাবিস্ ?
যে রমনী প্রিয়া তোর ,করিস্ প্রেমালিঙ্গন ,
বাকী নারী যে কারুর প্রিয়া ,তোর প্রিয়ার মতন !
মা ,বোন ,কন্যা ,প্রিয়া ,তোর বাড়ীর আপনজন ,
হাটে,বাজারে ,পথে ,ঘাটে ,অপমান তাদের করিস্ কি কারণ ?
মনেকি হয়না তোর,তারাও বাড়ীর মেয়ে ,
লালসা ,কামনা নিয়ে কেন আসিস্ ধেয়ে !
অমর্য্যাদা করতে তাদের ,হ'লিরে উন্মত্ত
হারালি তোর মানবিকতা ,হারালি মনুষ্যত্ব !
পথে ,হাটে ,ষ্টেশনে ,বাজারে ,দেখিলে রমনী ,
সতত করিস্ সম্মান ,সম ভগিনী ,জননী !


                ********


সকাল < ৮:৫১ মি: > ,
০১,০৫,২০১৭ ,সোমবার ,
   কলকাতা