ওগো আমার মা, আমার সোনা মা,
তুমি ছাড়া আমি যে আর কিছুই জানিনা !
যখন আমি জন্মেছিলাম তোমার কোলেতে,
দুহাত দিয়ে জড়িয়ে আমায় নিলে বুকেতে !
আমি যখন ঘুমিয়ে ছিলাম তোমার জঠরে,
কত কষ্টে জঠরে তুমি ধরলে আমারে !
যখনি আমি কেঁদে উঠতাম ,' মা, মা ',বলিয়ে ,
সোহাগে ,স্নেহে ,আদরে ,আমায় দিতে ভরিয়ে !
মাগো,আমার মা, তুমি যে আমার সাধের সাধনা ,
তুমি ছাড়া কেউতো মনের ব্যাথা বোঝেনা !
ব্যাথা পেয়ে অশ্রু যখন পড়তো নয়নে ,
স্নেহাঞ্চলে মুছিয়ে দিতে ,সিক্ত বয়ানে !
মাগো তোমার মধুর হাসি ভূবন ভোলানো ,
ঐ হাসিতে দুঃখ , জ্বালা ,সবই জুড়ানো !
মাগো তুমি,  আমায় ফেলে কেন গেলে চলে ?
কার কাছেতে রেখে , আমায় গেলে ফেলে ?
সকল খানে খুঁজে বেড়াই ,না পাই তোমার দেখা ,
তুমি ছাড়া মাগো , আমি বড়ই একা  একা !
কোথায় গিয়ে সান্ত্বনা পাই  ,কোথায় গিয়ে জ্বালা জুড়াই ,
" মা ,মা ",বোলে হই গো সারা ,তবু তোমায় দেখতে না পাই !
তোমায় ঘিরে আমার জগৎ ছিল মধূময় ,
তোমা বিনে আমার ভূবন শূন্য মনে হয় !


             ~•~•~~•~•~•~•~•


রাত্রি---১০:৩০ / ১৩.০৩.২০১২