কোনোদিন সকালে বকুলের ঘ্রাণ নিয়েছো ?
কিংবা কখনো গুনেছো রাতের তারা
শিশির কখনো ছুঁয়েছো শরীর দিয়ে
বৃষ্টিতে কী হেঁটেছো ছাতা ছাড়া ?
অন্ধ কাউকে পার করিয়েছো পথ
পথশিশুকে দিয়েছো খাবার কিনে ?
পাতাঝড়া শব্দে পালিয়েছো ভুত ভেবে
স্বপ্ন কখনো দেখেছো জেগে দিনে ?
কখনো গলায় বিঁধলে মাছের কাঁটা
চিৎকার করে চেয়েছো জলের গ্লাস?
ঘুমের ঘোরে কখনো গভীর রাতে
মেঝেতে সটান পড়েছো করে ধপাস?
কাউকে নিঃস্বার্থ ভালোবাসতে চেয়ে
গভীরভাবে কষ্ট পেয়েছো বুকে?
নিজের দুঃখ আগলে নিজের কাছে
নেচেছো কখনো অন্য কারোর সুখে?
কখনো জীবনকে দিয়েছো গালাগালি?
মনে হয়েছে? বাঁচবো না আর ধুর!
আকাশ পানে শুধু অপলক চেয়ে
উদ্দেশ্যহীনতায় হেঁটেছো বহুদুর ?
অনেকগুলো বন্ধু একসাথে
গল্প করেছো খোলা আকাশের নিচে ?
যেটা তোমার ছিলই না কোনোদিনও
তাকে হারানোর কষ্ট পেয়েছো মিছে ?