আমি শুধু একটা সম্পর্কই চাই,
তোমার আর আমার, দুটো হৃদয়ের,
বাকি সব তো লোক দেখানো বাড়াবাড়ি,
ভালোবাসা খুঁচিয়ে তোলা হাসি হাসি মুখ।
ওরা জানেই না আমার পথ,
আমার নিঃশ্বাস - প্রশ্বাসের শব্দ ,
সেসব শুধু তুমিই জানো ।
তোমার আমার সম্পর্কেই জীবন, আর বাকিদের তো সব জীবনের সম্পর্ক,
ওরা শুধু সুখের কথা বলে,
সমতলে ভদ্র সম্পর্ক চায়,
তুমিই বলো দুঃখ কেমন হয়, আঁধারের রঙ কেমন
আমি ভালোবাসি নোংরা কুৎসিত সম্পর্ক
উঁচু - নিচু , শক্ত- নরম  সম্পর্ক,
ওদের সম্পর্ক নিয়মে বাঁধা দায়িত্ব
আমি সম্পর্কে নিয়ম ভালোবাসিনা,
এক লহমায় ছুঁড়ে ফেলি দায়িত্বগুলো।
তবুও ওরা সম্পর্ক রাখতে চায়,
আমার যুক্তিগুলোকে আমলই দেয় না।
অথচ, আমি শুধু তোমার সম্পর্কই চাই
তার প্রয়োজনে উঁচু- নিচু নরম কঠিন হই
তবুও ভালোবাসা ভারসাম্যহীন হয়ে পড়ে
যোগাযোগ ছিঁড়ে ছিঁড়ে যায়।