ওগো প্রিয় এসো আজ প্রেমে পড়ি
ভয় পেয়োনা, তোমার মতই নতুন আমি
শুধু এইখানে হাতটুকু রাখো, তারপর --
আরে না না অতটা নীচে নয়,
ওটাতো ক্লান্ত পাঁজর পুরো খালি
ওখানে কোনো প্রেমই হয়তো নেই,
আরেকটু বাঁদিকেই তো আমার বুক
ওখানেই তো যত মেঘ বৃষ্টি
এবার শুধু লাফিয়ে পড়লেই হল
তুমি কখনো বিরহ দেখেছো ?
এসো আজকে তোমায় দেখাবো
প্রেমে পড়লে সবকিছু দেখা যায়,
কখনো গায়ে দুঃখ মেখেছো ?
তাও মাখোনি ? এবার মেখো ।
বলছি না প্রেম থেকে সবকিছু হয়,
আকাশ, পাথর, রামধনু সব, সবকিছু।
বৃষ্টিতে ভিজলে তোমার বুঝি ঠান্ডা লাগে ?
সত্যিই তোমার প্রেমে পড়াটা খুব দরকার ছিল,
তোমার জন্য, আমার জন্য, বৃষ্টি বওয়া মেঘের জন্য।