শোনো বন্ধু শোনো এটা কিন্তু গল্প না,
যেটা আমি বলবো তোমায় একটুও নয় কল্পনা।
আজ ভাঙছে সেতু, কাল ঘর, হোক না যতই পাকা,
কী আর এমন হয়েছে তাতে, বরাদ্দ আছে টাকা।
মরলো যারা সবাই তারা পাবে একটু বেশি,
আহত আর বাকিদের নিয়ে হবে দর-কষাকষি।
পরের দিন সংবাদপত্রে বাণী উপচে উপচে,
ওই সহৃদয় এসেছিলেন স্বান্তনা দিয়ে গেছে।
বিষমদ খেয়ে মানুষ মরলে, দিয়ে দেবো লাখ দুই,
বর্ডারে জওয়ান করে অপরাধ, মৃত্যুতে ওটুকুই!
সন্তানের মৃতদেহ দেখে মা যখন কাঁদে,
জল কি আর আটকানো যায় অমন টাকার বাঁধে।
চলে যায় সে দুর দেশে, কোল করে দিয়ে ফাঁকা,
ওরা ছুটে আসে, আশ্বাস দেয়, বরাদ্দ আছে টাকা।
ধর্ষিতা মেয়ের তদন্তে নেমে কত অজুহাত রাখা,
অবাক খুশিতে হেসে বলে তারা, বরাদ্দ আছে টাকা।
শোনো বন্ধু শোনো তাদের মনের ব্যথা,
জনগণকে টাকা দিয়ে সরকারের জয়গাথা।
ছাত্রকে নামায় পথে, মুখে দেয় বিরিয়ানি,
ভীড় বাড়িয়ে ভাষণ দেয়, শিক্ষার হয়রানি।
পুলিশের লাঠি, মাথা ফাটাফাটি, হুড়মুড়িয়ে ভীড়ে,
যার জনগণ, সে নাকি এখন বেড়াচ্ছে নদীতীরে।
সেখান থেকে পোস্ট ভেসে আসে রক্ত পড়ে ঢাকা,
চিকিৎসা করাও বিনামূল্যে, বরাদ্দ হবে টাকা।
এভাবেই ওদের ভাগ্য চলবে, গড়াবে দুঃখের চাকা,
জীবন সম্মান নাই বা থাকুক, বরাদ্দ আছে টাকা।