তুমি দাঁড়ি কমা মাননা, আমি ভালবাসিনা
শব্দেরা তখন মুক্ত, আমরা অবিরত
ধিক ধিক ধিক শত ধিকে দিগ্বিদিক
ফাল্গুনি সংস্রব মুকুলে মুকুলে।
তুমি লগারিদম বুঝনা, আমি জানিনা
সরল বিয়োগে অভিমান যোগে
বিকেলে সন্ধ্যা আঁকি
চাঁদ লজ্জা পায় অমাবস্যায়, অতঃপর
আমরা মরুতে তৃণ খুঁজি, সঞ্চিত
আরেক পৃথিবী সন্ধানে
কাগজের গোলাপ শুকি পথ চিনে নিতে।