আমি ভুলে যেতে ভালোবাসি দংশিত সময়
প্লাবনের রাত, বিষণ্ণতার ভোঁতা সূচ।
চাঁদ ফুরে ফুরে জোছনা খোঁজা
আর একটু রঙ মিশিয়ে আবেগি হয়ে উঠা ঠিক
আবেগি নয় মানবিক, আর হাজার গল্পে ভয়ঙ্কর পাহাড়ের
খাঁড়া পাথরে সমাহিত করতে চাই দংশিত সময়
প্লাবনের রাত, বিষণ্ণতার ভোঁতা সূচ।


আমি কেঁচে দিতে ভালোবাসি বাঁকা তীরে
লক্ষভেদের দুশ্চিন্তা, ঘোলা নীল।
ছায়ায় ঝুলে থাকা টগবগে রোদ্দুরে খুঁজি
চেতনার ফ্রেম, তারপর...বালুতে বালু মিশিয়ে জলের
মত সহজ কিছু দিয়ে
আমকেই গড়ে তুলি পার্কে, ময়দানে, স্কয়ারে
টবে, সবুজ বনানীতে......।