কলকল শব্দধারার জলরাশি দেখার আশ্বাদ নিভেছে
কর্কশ বজ্রাঘাতে
কঠিন শিলায় পরিপূর্ণ ধরা আজ উষর
কম্পিত কংসের অট্টহাস্যে
কাঠ-কানাচের তলায় হিংস্র সাপেরা
কাতর অদৃশ্য শক্তির হুমকিতে
কলেরার কালো অভিশাপে পচছে সত্য কলিজা
কাধে অনাহূত অন্যায় ভার
কুৎসিত অসুন্দরের ডালপালায় ছেয়ে গেছে
কুশল সুন্দর
কষ্টের উক্তিগুলো বারবার ফিরে আসছে
কালো গগন দিগন্তে
কাল এসেছে আবার কাল
কিন্তু শুধু কাল হয়ে নয় ক্রান্তিকাল।