প্রতিদিন ডলফিন সমুদ্রে ডুবতে চাই না
অথবা দেখতে চাই না
মেঘতিলকের আকাশ।
এক কদম রাস্তায় লোভাতুর মনে
পিঁপড়াবিদ্যা মুখস্ত নাই বা হল
পাহাড়ি ঝর্নার স্বাদ চাই না
দূর থেকে শুনি তার সর্পিল নদীগান
কী নিষ্ঠুর সে সুর!
গৌড় মোড়লের মাঝিপাড়া নিয়ে যায়
ও পাড়ের খুন্তি-কুড়োলের সওদায়।
আর সইতে পারি না
পূর্ব-পশ্চিম তুমি আমি
এক হওয়া কঠিন জানি
এ আমার প্রতিশোধস্পৃহা নয়
প্রতিবাদ পরোপকার
তাই আজ অন্তিমযাত্রার সময় হয়েছে, তোমার।