যে তৃণ মরুতে জন্মায় তার রাজ্যে
জল সিঞ্চনে তৃপ্তি নেই
সময়ের তুলাদণ্ডে সবাই ওজনদার
ব্যবসার সমুদ্রে মাছ, ব্যাঙ, শুশুক, কাছিম
আবার কেউ কেউ হাঙ্গর, কুমির
আর কাগজের মুখোশে পণ ভাঙ্গার মহড়া
যেন অহংবোধের রাজটিকা
তবু নদীর ওপারে কল্লোলিত হয় ললিত দিগন্ত
অরুণরাঙা রামধনু স্বপ্ন আঁকে,
পাখপাখালির কলাহলে রাতের বিদায়বেলায়
অঞ্জলি হয় ভোর, অতঃপর
মেলা বসে অধ্রুব স্বঘোষিত চাঁদ তারার
বৈভবের রেসে বাজি জেতে স্বপ্নের আত্মসাৎ
শুধু সূর্য নির্বিকার, সারাদিন হাসে মেঘের আড়ালে।