সুখের সন্ধানে মত্ত তুমি?
শরীরের বিরুদ্ধাচরণে ক্লান্ত?
প্রকৃতির বিপন্নতায় বিদ্ধস্ত?
সময়ের করাল গ্রাসে পিষ্ট তুমি?


এক মুঠো নির্মল আনন্দ চাও তো?
আসো তবে বিলীন হও-
জাগতিক সকল মায়ার ঊর্ধ্বে...


ভাবো তো তবে আঁখি বুজে...


কুয়াশার চাদর ভেদ করে
উদিত ভাস্বরের মৃদু আলো
রোদ পোহানোর অপেক্ষায়; তোমার-
জমাট বাঁধা দেহের শীতল রক্ত!
অতিকায় আঙিনায় বাঁশের ছোট্ট মাচা
বাক বাকুম রবে মুখরিত প্রাণ,
উন্মুক্ত গগনের নিচে তুমি
চায়ের মগের ধোঁয়ায় নববধূর উষ্ণতা।


দেখো তো তবে চোখ মেলে-


আকাশ জুড়ে প্রজাপতির রঙ
এক জোড়া হলদে পাখি-
নিবিড় প্রেমে মত্ত টিনের চালে।
বাতাসে ভাসে ঘাসফুলের গন্ধ
গাঙচিল উৎ পাতে আহারের সন্ধানে!
সূর্য আর মেঘ লুকোচুরি খেলে
প্রকৃতি জুড়ে বসন্তের উত্তাপ;
কাঠবিড়ালির ব্যস্ততা গাছের ডালে।


শোন তো তবে প্রাণ জুড়ে-


স্তব্ধ এক কাঙ্ক্ষিত অমানিশায়-
ঝিঁ ঝিঁ পোকার বিরামহীন শব্দ।
জোছনায় ভেজা অলৌকিক রাতে-
মাদকতায় ভরপুর অপার ছন্দ।
কিংবা শোনো মধ্য রাতে খোলা ছাদে-
ভরাট কন্ঠের নিশাচরী গান।
তারাগুলোর মিটিমিটি অবুঝ হাসি
আর শেষ রাত্রির নিরবতার শব্দ।


এক মুঠো নির্মল আনন্দ চাও তো?


সকল বিষাদের গর্তে খুশি খোঁজো-
চাপা পড়া মাটিতে তৃপ্তি খোঁজো-
আবদ্ধ দেয়ালে মুক্তির পথ খোঁজো-
অশান্তির মাঝে করো শান্তির অন্বেষণ!


-----------------------------------------
০৮/০৮/২০১৭