অপেক্ষা ভালো লাগে না,
তোমার জন্য যেন তবু বসে থাকতে পারি যুগ-যুগান্তর।
জেতার তেষ্টা অনেক,কিন্তু-
তোমার কাছে পরাজয়ের সুখ যে আলাদা!


কিছুটা জানা আর কিছুটা-
অজানার মাঝে দাঁড়িয়ে,
বাড়ছে ক্রমশঃ হৃদ-স্পন্দন।


ইচ্ছেগুলো উঁকি দেয়-
স্বপ্নগুলো বাসা বাঁধে-
কল্পনা রঙ তুলিতে আঁকে-
মনের কথা বিড়বিড় করে-
একাকীত্ব উড়তে চায়-


শুধু তোমার সম্মতির অপেক্ষায়...
প্রতীক্ষা ভালো লাগে না,
তোমার জন্য যেন তবু বসে থাকতে পারি যুগ-যুগান্তর।